দেশজুড়ে: জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, ‘এই নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা নেই।
তারা আওয়ামী লীগের আজ্ঞাবহ কমিশনার। নিয়ম অনুযায়ী দিনের ভোট আগের রাতে দিয়ে দেবে।’ মঙ্গলবার (১ মার্চ) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সুনামগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন শেষে তিনি এ কথা বলেন। শহরের জান্নাহ কমিউনিটি সেন্টারে এই সম্মেলনের আয়োজন করা হয়।
আফরোজা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার হরণ হয়েছে, দ্রব্যমূল্য বেড়েছে। দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে।’
জেলা মহিলা দলের সভাপতি বেগম লুৎফা আনোয়ারের সভাপতিত্বে কর্মিসভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য নজির হোসেন, জেলা কৃষক দলের সভাপতি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল প্রমুখ।
আরোও পড়ুন: দেশে তেলের বাজারে নৈড়াজ্য চলছেই। বিগত কয়েক মাসের ব্যবধানে কয়েকবার বেড়েছে তেলের দাম। আসন্ন রমজানকে সামনে রেখে আবাড়ও ভোজ্য তেলের দাম বাড়ানোর
তোড়জোড় শুরু করেছে ব্যবসায়ীরা। বিশেষ করে রমজান মাসকে সামনে রেখে দেশে তেল চিনি ছোলা ডালসহ কয়েকটি পণ্যের চাহিদা বাড়ে। ব্যবসায়ীরা প্রতি বছরই এ সময় নিত্যপণ্যের দাম বাড়ান। তারই প্রেক্ষিতে রমজান শুরুর আগেই সয়াবিন তেলের দাম নতুন করে বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা।
তাদের সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে রমজানের আগে তেলের দাম আর বাড়ানো হবে না। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত পোস্ট ইনভেস্টমেন্ট সামিটে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। তেলের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে টিপু মুনশি বলেন, ব্যবসায়ীরা আমাদের কাছে এসেছিলেন। তেলের দাম বৃদ্ধির জন্য প্রস্তাব করেছেন। তবে কত টাকা বাড়াতে চান সে দামের কোনো কথা উল্লেখ করা হয়নি।