রাজনীতি: সিলেট জেলা বিএনপির কাউন্সিল ও নির্বাচন নিয়ে নাটকীয়তা অব্যাহত রয়েছে। কাউন্সিলকে ঘিরে প্রার্থীদের দৌড়ঝাঁপের মাঝে হঠাৎ সভাপতি পদে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর
প্রার্থিতা আলাদাভাবে আলোচনার জন্ম দেয়। ঠিক আগের দিন সম্মেলন স্থগিতের ঘোষণা কৌতুহল আরো বাড়িয়ে দিয়েছে। এরকম পরিস্থিতিতে আজ মঙ্গলবার দুপুরে
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক। বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে বিএনপির জেলা সভাপতি পদ থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেবেন এই নেতা।
এ বিষয়ে মেয়র আরিফুল হকের পক্ষ থেকে পরিষ্কার করে কিছু বলা হয়নি। তবে বিএনপির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার (২১ মার্চ) সিলেট জেলা বিএনপির কাউন্সিল ও নির্বাচন হওয়ার কথা ছিল।
কিন্তু আগের দিন নির্বাচন স্থগিতের ঘোষণা আসে। ভোটার তালিকা সময়মতো প্রকাশ করতে না পারায় একদিন আগে কাউন্সিল ও সম্মেলন স্থগিত করে দেয় কেন্দ্র। এরপর গতকাল সোমবার জরুরি সভায় বসে সিলেট জেলা বিএনপি।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বশীল অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, জেলার সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী,
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম ফারুক, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী,
অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, শামীম আহমদ, আহমেদুর রহমান চৌধুরী। সভায় সিদ্ধান্ত হয়, চলতি মাসের ২৯, ৩০ ও ৩১ তারিখের যেকোনো দিন জেলা বিএনপির কাঙ্ক্ষিত এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার নতুন সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে প্রার্থিতা প্রত্যাহারের সময়।
এসব বিষয়ে যোগাযোগ করা হলে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কলিম উদ্দিন মিলন বলেন, যেকোনো কিছু তৈরি হলে সেটা যাচাই-বাছাই করা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটাও সেরকম ধরতে পারেন। ভোটার তালিকা নিয়ে অভিযোগ উঠেছে এমন প্রশ্নে তিনি বলেন, এরকম কিছু আমার জানা নেই। আমাদের যাচাই বাছাই করে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। সেটা আমরা শুরু করেছি।