রাজনীতি: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির উদ্যোগে প্রতীকী অনশন কর্মসূচী ঘোষণা করা হয়েছে।
উক্ত কর্মসূচী বুধবার সকাল ১০ টায় সময় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এতে যথা সময়ে উপস্থিত থেকে কর্মসূচীকে
সফল করার জন্য জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
আরও পড়ুন= সিলেট জেলা বিএনপির সম্মেলন পরবর্তী কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং
সাধারণ সম্পাদক পদে সাবেক ছাত্রদল সভাপতি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (২৯ মার্চ) বেলা দেড় টা থেকে বিকাল ৪টা পর্যন্ত
ভোট গ্রহণ পরবর্তী গণনায় গননা শেষে ফলাফল ঘোষনা করেন নিবাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল গফফার। তিনি বলেন, সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ৮৬৮ ভোট পেয়ে নিবাচিত হয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বি আবুল কাহের শামীম পেয়েছেন ৬৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী এমরান আহমদ চৌধুরী। তিনি পেয়েছেন ৭৯৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বি আলী আহমদ পেয়েছেন ৫৭৪ ভোট।