দীর্ঘদিন অসুস্থ থাকার পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে শাহজাহান (৪৩) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) রাতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
মৃত শাহজাহান চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন কুলাগাঁও বালুচরা এলাকার আবদুল মালেকের ছেলে এবং চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-ক্রীড়া সম্পাদক ছিলেন।
বুধবার (৩০ মার্চ) দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম বলেন, মোহাম্মদ শাহজাহান নামে একজন হাজতির মৃত্যু হয়েছে।
তিনি বায়েজিদ থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তিন মাস আগে কারাগারে আসেন। জেলার বলেন, আগে থেকেই শাহজাহান যক্ষ্মা রোগে আক্রান্ত ছিলেন।
গত ২৬ মার্চ থেকে কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার তার অবস্থার অবনতি হলে দুপুর ১টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি জানান, শাহাজাহান যুবদলের সক্রিয় নেতা ছিলেন। রাজনৈতিক মামলায় তিনি কারাগারে ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।