রাজনীতি: রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সরদার জান মোহাম্মদকে (৫০) গ্রেফতারের পর
আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তার নামে ছিনতাই, চাঁদাবাজি ও মারধরসহ একাধিক মামলা রয়েছে। বেশ কিছুদিন ধরে আত্মগোপনে ছিলেন জান মোহাম্মদ।
বুধবার (৩০ মার্চ) দিনগত রাতে জেলা গোয়েন্দা ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।
জান মোহাম্মদের বাড়ি উপজেলার সারন্দি গ্রামে। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন আউচপাড়া ইউনিয়নের বিভিন্ন মোড়ে ও বাজারে মিষ্টি বিতরণ করেন।
তাদের ভাষ্য, এলাকায় ত্রাস হিসেবে পরিচিত ছিলেন জান মোহাম্মদ। সাধারণ লোকজন ছাড়াও দলের অনেকেই তার নির্যাতনের শিকার হয়েছেন। এ কারণে গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেয়েও তিনি পরাজিত হয়েছেন।
তাকে গ্রেফতারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এজন্য তারা আনন্দে মিষ্টি বিতরণ করেছেন। বাগমারা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে
প্রায় পৌনে দুই লাখ টাকা ছিনতাই ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে মারপিট করেন জান মোহাম্মদ ও তার লোকজন। এ ঘটনায় তার বিরুদ্ধে ২৬ মার্চ থানায় একটি মামলা হয়।
মামলার পর থেকে আত্মগোপনে চলে যান জান মোহাম্মদ। এছাড়া পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের একটি ঘটনা সাজিয়ে এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এরপর থেকে তাকে গ্রেফতারে চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ।