ক্ষমতা থেকে সরাতে অনাস্থা ভোটের হুমকির মুখে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন।
ভাষণে তিনি বলেছেন, কোনোভাবে তিনি পদত্যাগ করবেন না এবং কখনও এই ষড়যন্ত্রকে সফল হতে দেবেন না। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এখবর জানিয়েছে।
ইমরান খান দাবি করেছেন, বিদেশি একটি রাষ্ট্রের পক্ষ থেকে তার সরকার একটি ‘হুমকির চিঠি’ পেয়েছে। এসময় তিনি মুখ ফসকে এই ষড়যন্ত্রের নেপথ্যে থাকা দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের নাম বলে ফেলেন।
ভাষণে তিনি ‘যুক্তরাষ্ট্রের’ নাম নেওয়ার পর দ্রুত তা সংশোধন করে বলেন ‘একটি দেশ’ পাকিস্তানের বিরুদ্ধে একটি ‘হুমকির চিঠি’ পাঠিয়েছে।
ইমরান অভিযোগ করেন, চিঠিতে অনাস্থা ভোটের কথা উল্লেখ করা হয়েছে। অথচ তখনও তা উত্থাপন করা হয়নি। এর অর্থ হলো বিরোধীরা তাদের সঙ্গে যোগাযোগ করছে।
তিনি বলেছেন, চিঠিটির সরকারের বিরুদ্ধে নয়, তার বিরুদ্ধে। এতে বলা হয়েছে, যদি অনাস্থা ভোট পাস হয় তাহলে পাকিস্তানকে ক্ষমা করে দেওয়া হবে। যদি ব্যর্থ হয় তাহলে পরিণতি ভোগ করতে হবে।