বিনোদন: দেশের জনপ্রিয় দুই অভিনতা আজিজুল হাকিম ও আহসান হাবিব নাসিম। এই দু্ই তারকাকে এবার ভিন্নভাবে দেখা গেল।
সামাজিকমাধ্যম ফেসবুকে নিজেদের আইডিতে র্যাবের পোশাকে (ইউনিফর্ম) দেখা গেছে। তাদের বুকের উর্দিতে ঝোলানো
রয়েছে নেমপ্লেটেও। সেখানে আজিজুল হাকিমের নাম মাহবুব এবং নাসিম তার স্বনামেই রয়েছেন। জানা যায়, চরিত্রের প্রয়োজনেই
তারা র্যাবের পোশাক পরেছিলেন। গত ৩০ মার্চ বাহিনীটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। সেখানে
‘স্বদেশ তোমার জন্য’ নামের একটি মঞ্চ নাটক মঞ্চায়ন হয়। মাসুম রেজার রচনা ও নির্দেশনায় নাটকটির গল্পে উঠে আসে র্যাব সদস্যদের সেক্রিফাইসের গল্প।
সেখানে বাহিনীটির সদস্যের চরিত্রে অভিনয় করেন আজিজুল হাকিম ও আহসান হাবিব নাসিম। এদিকে এই মঞ্চ নাটকে আজিজুল হাকিম, আহসান হাবিব নাসিম ছাড়াও
অভিনয় করেছেন তানভীন সুইটিসহ অনেকে। নাটকটি র্যাব হেড কোয়ার্টারে প্রথমবার মঞ্চায়িত হলেও ভবিষ্যতে বিভিন্ন মঞ্চে পরিবেশনের পরিকল্পনাও রয়েছে লেখক-নির্দেশক মাসুম রেজার।