বিশ্ববিদ্যালয়ের একজন গুরুত্বপূর্ণ ছাত্রনেতা জাতির পিতার বয়স জানেন না তাহলে এতো পরিকল্পনা করে মুজিববর্ষ পালন করে লাভ কি?








সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আরিফা রহমান রূমা’ নামের এক আইডি থেকে দেওয়া একটি ভাইরাল স্ট্যাটাসে এসব তথ্য ফুটে উঠেছে।








স্ট্যাটাসটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। সেই স্ট্যাটাসে ইতিবাচক এবং নেতিবাচক বিভিন্ন মন্তব্য করছে নেটিজেনরা। পাঠকদের উদ্দেশ্যে সেই ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:








মুজিববর্ষে লম্ফঝম্প করতে তাদেরকেই বেশী দেখা গেলো যাঁরা একেবারেই আমাদের নন, তারা কোনদিন আমাদের হবেন ও না। কেউ এসেছেন বানিজ্য করতে, কেউ বা এমপি মন্ত্রী হবার খায়েসে।








এমন নয় যে আওয়ামী লীগ নতুন কাউকে ধারন করতে পারবে না, কিন্তু যাদেরকে গ্রহন করা হচ্ছে তাদের সাথে নৃত্য করার আগে তাদের পেছনের ইতিহাসতো অন্তত ঘেটে দেখবেন !








আমাদের যাঁরা ছিলেন তাঁরা অবহেলায়, অসম্মানে , অভিমানে কোথায় হারিয়ে গেলেন! চড়া মূল্য না দিতে হয়! এতো পরিকল্পনা করে মুজিববর্ষ পালনের পরেও
বিশ্ববিদ্যালয়ের একজন গুরুত্বপূর্ণ ছাত্রনেতা জাতির পিতার বয়স জানেন না। আরেকটি বিষয়ও প্রকট হয়ে উঠলো, নেতা নির্বাচন করা হচ্ছে তাহলে কোন যোগ্যতার ভিত্তিতে!! এবার যদি টনক নড়ে!