জাহিদুল ইসলাম টিপু হত্যার মূল পরিকল্পনাকারী ওমর ফারুক র্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।








তিনি মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণের ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।








শনিবার (২ এপ্রিল) বিকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ এই তথ্য নিশ্চিত করেছেন। চিঠিতে বলা হয়েছে, ‘এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর ব্যাপকভাবে








প্রচারিত হওয়ায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এর দায়ভার কোনোভাবেই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বহন করবে না। দলের নীতি ও শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকায় দলীয় গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক আপনাকে বহিষ্কার করা হলো।’








এর আগে গত ২৪ মার্চ রাত সাড়ে দশটায় রাজধানীর শাহজাহানপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জাহিদুল ইসলাম টিপু। ঘটনাস্থলে একজন নিরীহ কলেজ ছাত্রী নিহত হয়। নিহত টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন।








চাঞ্চল্যকর এই ঘটনা এবং বিশেষ করে একজন কলেজ ছাত্রীর নিহত হওয়ায় দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে খুন করা হয়েছে বলে জানিয়েছে র্যাব এবং এই হত্যার মূল পরিকল্পনাকারী ওমর ফারুক।