বাংলাদেশ: ভাতিজাকে বিয়ে করতে স্বামীকে তালাক দিয়েছেন চাচি। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়া ইউনিয়েনের গোসাইবাড়ী কুমুল্লি গ্রামে।
ভতিজাকে বিয়ে করতে স্বামীকে তালাক দেওয়ার খবর প্রকাশে আসতেই দ্রুত ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সৃষ্টি হয় সমালোচনার ঝড়।
এদিকে ঘটনার ৪ দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই চাচি ভাতিজার সাক্ষাৎকারের একটি ভিডিও। যে সাক্ষাৎকারের ভিডিওতে বেশ হাস্যজ্জল দেখা যায় চাচিকে।
সাক্ষাৎকারের সেই ভিডিও থেকে জানা যায়, সেই চাচি ভাতিজার বিয়ে সম্পন্ন হয়েছে বড় ভাইয়ের দায়িত্ব। ভিডিওতে সেই চাচি বলেন, আমি খুবই আনন্দিত এবং এখন সুখে আছি।
আমি তাকে (ভাতিজা) পছন্দ করতাম। আমি প্রথম তাকে প্রপোজ করেছিলাম, কিন্তু সে রাজি ছিল না। ভেবেছিলো আমি মজা করতেছি তার সাথে। যাই হোক এখন আমার স্বপ্ন পূরণ হয়েছে, আর আমি অনেক সুখে আছি।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আগের সংসারে আমি ভালো ছিলাম তবে এতটা সুখে ছিলাম না। আমরা সব সময় এভাবে একসঙ্গে থাকব। এদিকে সেই ভাতিজা বলেন, আমি তাকে (চাচি) নিয়ে সারা জীবন সংসার করবো। সে আমাকে প্রথম প্রপোজ করেছিল, তবে আমি রাজি হইনি। পরে সে আমাকে বুঝিয়েছে। আমাদের প্রথম পরিচয় হয় ফেসবুক থেকে। আমরা সুখে সংসার করতে চাই।
এর আগে মঙ্গলবার (২৯ মার্চ) সকালে বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে আসে চাচি। তাদের গত এক বছর ধরে সম্পর্ক ছিল। ভালোবাসার টানে সোহাগের বাড়িতে অবস্থান করায় বিপাকে পড়ে উভয়ের পরিবার। পরবর্তীতে বড় ভাইয়ের দায়িত্ব তাদের বিয়ে অনুষ্ঠিত হয়।