বেশ আলোচিত সমালোচিত সানাই মাহাবুব। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে নিয়ে প্রায় সংবাদের শিরোনাম হয়ে থাকে তিনি।
তবে গত কয়েক মাস আগে হুট করেই সোস্যাল মিডিয়া থেকে গায়েব হয়ে গেছিলেন তিনি, কোন প্রকার রেস্পন্স পাওয়া যাচ্ছিলো না। তবে ফের তাকে
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। কিন্তু আগে তিনি যে সব কাজে লিপ্ত ছিল সেই সমস্ত কাজ থেকে পুরপুরি বেরিয়ে আসার চেষ্টা করছেন তিনি।
সম্প্রতি রাজনীতিকে কেন্দ্র করে সোস্যাল মিডিয়ায় দেওয়া সানাই মাহাবুরের একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে, সেই স্ট্যাটাসটি পাঠকদের উদ্দেশ্যে তা হুব হু তুলে ধরা হলো:
আসসালামু আলাইকুম, আশাকরি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন… গত বেশ কিছুদিন ধরেই আমাকে অনেকেই এস,এম,এস,
কল করে জিজ্ঞেস করছে আমি নাকি রাজনীতিতে যোগ দেওয়ার জন্য মিডিয়া ছেড়ে ইসলামের পথে এসেছি! যারা এরকম প্রোপাগাণ্ডা ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি,”
রাজনীতিতে যোগ দেওয়া কি এতোই সহজ ভাই আপনাদের কাছে?? রাজনীতি কি মুড়ি মোয়া নাকি যে চাইলেই যোগ দেওয়া যায়! আর আমার এতো কম বয়সে রাজনীতির কি বুঝি আমি!
রাজনীতিতে যোগ দিতে অনেক পড়াশোনা করা দরকার, পড়াশোনা বলতে জীবনের পড়াশোনা! “আমি এতো ছোট্ট মানুষ যে রাজনীতি নিয়ে ভাবার মতো জ্ঞান এখনো আসে নি আমার মাঝে.. দয়া
করে আমাকে নিয়ে এসব প্রপাগাণ্ডা বন্ধ করুন.. সময় সব বলবে কে কি করবে, কি করবে না!! আমি এম,বি,এ করছি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে, আমি পড়াশোনা শেষ করতে চাই..
দোয়া করবেন আমার জন্য
ধন্যবাদ