রাজনীতি: জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু একটি গবেষণা সংস্থার তথ্য তুলে ধরে








বলেছেন, ‘স্কুলের শিক্ষার্থীরা জাতীয় চার নেতার নাম জানে না। কোনও কোনও শিক্ষার্থী একজন শহীদ মুক্তিযোদ্ধারও নাম বলতে পারেনি। তারা স্মৃতিসৌধ ও








শহীদ মিনারের মধ্যে পার্থক্য বোঝে না।’ তিনি আরও বলেন, ‘৩ নভেম্বর নিয়ে শতভাগ শিক্ষার্থীর ধারণা ভুল। দেশের প্রথম প্রধানমন্ত্রী কে তারা তা জানে না, স্বাধীনতাবিরোধীদের সম্পর্কে কিছুই বলতে পারে না।’








মুজিবুল হক চুন্নু বলেন, বিশেষ করে ইংরেজি মাধ্যমের স্কুলে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে শিক্ষা দেওয়া হয় না। এসময় তিনি প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করেন, যেন শিক্ষা মন্ত্রণালয়কে এই নির্দেশনা দেন যে. ‘সব স্কুলে অষ্টম, নবম ও দশম শ্রেণিতে








পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস বাধ্যতামূলক করা হয়। ভবিষ্যত প্রজন্ম যদি মুক্তিযুদ্ধ সম্পর্কে না জানে তা খুবই দুঃখজনক। এই গবেষণার ফলাফল সবাইকে আতঙ্কিত করেছে। কেন শিক্ষার্থীরা জানবে না; গলদটা কোথায়, ভুলটা কোথায়?’