গাড়িতে অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে নেওয়া হচ্ছে বিএনপি নেতা ইশরাক হোসেনকে।
মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এনামুল হক মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে
১২টার দিকে তাকে মতিঝিল থানা থেকে প্রিজনভ্যানে করে নিয়ে যাওয়া হয়।এর আগে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের
লিফলেট বিতরণের সময় রাজধানীর মতিঝিল এলাকা থেকে ইশরাক হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
আরো পড়ুন:বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে
বিএনপির মেয়র প্রার্থী ছিলেন।বুধবার (৬ এপ্রিল) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিলের শাপলা চত্বরে লিফলেট বিতরণ
কর্মসূচী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ইশরাক হোসেন সাবেক মন্ত্রী এবং অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র
সাদেক হোসেন খোকার বড় ছেলে।সাদেক হোসেন খোকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-সভাপতি ছিলেন এবং দীর্ঘদিন অবিভক্ত ঢাকার শহর বিএনপির সভাপতি ছিলেন।