গাজীপুরের কালীগঞ্জে প্রেমের টানে দুই সন্তানের জনকের হাত ধরে স্বামীর বাড়ি ছেড়েছেন ৫৫ বছর বয়সী এক নারী। বুধবার উপজেলার জাংগালীয়া ইউনিয়নে








এ ঘটনা ঘটে। ৪০ বছর আগে ওই নারীর বিয়ে হয়। তার সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। স্থানীয়রা জানায়, স্বামী-সংসার নিয়ে ভালোই কাটছিল ওই বৃদ্ধার। স্বামী নাইটগার্ড হিসেবে কর্মরত। অটোরিকশা দিয়ে বাড়ি








আসা-যাওয়ার সুবাদে পার্শ্ববর্তী জাঙ্গালীয়া গ্রামের জয়নাল দর্জির ছেলে অটোচালক সাত্তার দর্জির সঙ্গে পরিচয় হয় ওই নারীর। এরপর তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।








দীর্ঘ সাত বছর প্রেমের নামে তাদের অনৈতিক সম্পর্ক চলছিল। মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে প্রেমিকার ঘরে ঢোকেন প্রেমিক সাত্তার। একপর্যায়ে টের পেয়ে প্রেমিক যুগলকে হাতে-নাতে ধরেন স্বামীর বাড়ির লোকজন।








পরে বুধবার দুপুরে স্থানীয় মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অটোচালক প্রেমিকের হাত ধরে চলে যান ৫৫ বছরের নারী। উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ন কবীর জানান, নিজের ইচ্ছায় অটোচালক প্রেমিকের হাত ধরে ৫৫ বছরের ওই নারী চলে যান।