বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিলেটের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাদের
প্রত্যাহার দাবি করেছেন পরিবহন শ্রমিকরা। দাবি মানা না হলে রবিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন পরিবহন নেতারা।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত হয়েছে। গতকাল অনুষ্ঠিত
সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি ময়নুল ইসলাম। আলী আকবরের সঞ্চালনায় সভায়
বক্তব্য দেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রনু মিয়া, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক
ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী, সিলেট জেলা ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির আহমদ, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সিলেট জেলা অটোরিক্সা অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি খলিল খান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক মো. সানাউল হক এবং রেকর্ড রুমের কর্মচারী দেলোয়ার হোসেনকে প্রত্যাহার করতে হবে। দাবি না মানলে আগামী রবিবার থেকে সিলেটে কর্মবিরতি শুরু করবেন পরিবহন শ্রমিকরা।
এর আগে, গত বুধবার দুপুরে বিআরটিএ সিলেট কার্যালয়ে দুই পরিবহন শ্রমিক নেতাকে লাঞ্ছিত করার অভিযোগে রবিবার থেকে জেলায় কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন শ্রমিকেরা। সেসময় পরিবহন শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন, বিআরটিএ সিলেট কার্যালয়ে বিভিন্ন ধরনের দুর্নীতি হচ্ছে। শ্রমিকেরা লাইসেন্স নবায়নসহ জরুরি কাজে বিআরটিএর সেবা নিতে গেলে প্রায়ই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উৎকোচ দাবি করেন।