দেশে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনের মডেল ও উপস্থাপক হিসেবেও প্রশংসিত ঈশিকা খান। বর্তমানে তিনি লন্ডন প্রবাসী। বিয়ের পর সেখানেই স্থায়ী হয়েছেন এই অভিনেত্রী।
স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার করছেন। অভিনয়ে আর ফেরা হচ্ছে না তার! সম্প্রতি লন্ডন থেকে সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে আবারও অভিনয়ে ফিরবেন কি না
এমন প্রশ্নের উত্তরে ঈশিকা জানান, নাহ তিনি আর অভিনয়ে ফিরছেন না। এমনকি তিনি এখন থেকে নিয়মিত হিজাব পড়বেন। এই চেষ্টা থাকবে মৃত্যুর আগ পর্যন্ত নিয়মিত করার।
এ বিষয়ে ঈশিকা জানান, ‘অভিনয়ে আর নিয়মিত হতে পারছি না। সেই সময়টা আর নেই। মিডিয়া একেবারেই ছেড়ে দিয়েছি। নিয়মিত ধর্ম-কর্ম পালনের চেষ্টা করছি। বাচ্চারা বড় হচ্ছে,
পড়াশোনা শুরু করছে। তাদেরকে ভালোভাবে মানুষ করতে হবে। বাচ্চাদের সময় দেয়াটাই হচ্ছে এখন আমার প্রথম কাজ।’ দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘খুব ইচ্ছা ছিল এবারের ঈদে দেশে ফিরবো।
সবার সঙ্গে দেখা করবো। কিন্তু এ বছরও ফিরতে পারছি না। তবে আশা রাখি, আগামী বছর ফিরতে পারবো।’ এর আগে গত ২০১৬ সালের এপ্রিলে লন্ডন প্রবাসী কায়সার খানের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন ঈশিকা। তারপর দেশ ছেড়ে
একে বারে লন্ডনেই স্থায়ীভাবে তার বসবাস শুরু হয়। প্রায় তিন বছরের বেশি সময় ধরে তিনি সেখানে আছেন। বর্তমানে তিনি দুই সন্তানের জননী। বড় ছেলে কেয়ান এবং ছোট ছেলে আমির।