সারাদেশ: ফেসবুকে পেইজ খুলে ভালো মানের পণ্যের আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে দেশব্যাপী বিভিন্ন গ্রাহকের চাহিদা
মোতাবেক অর্ডার নিয়ে নিম্নমানের ব্যবহারের অযোগ্য ও নষ্ট মালামাল সরবরাহ করে আসছিল একটি প্রতারক চক্র।
এমনই ই-কমার্স (অনলাইন) প্রতারণা চক্রের দলনেতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৭ এপ্রিল) রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগের
সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো মো. বাপ্পি হাসান (২৪),
মো. আরিফুল ওরফে হারিসুল (১৯), মো. সোহাগ হোসেন (২২), মো. বিপ্লব শেখ (২৫) ও নূর মোহাম্মদ (২৮)। এসময় তাদের থেকে বিপুল পরিমাণ ব্যবহার অযোগ্য ও অতি নিম্নমানের পুরাতন ছেড়া শাড়ি, লেহেঙ্গা, থ্রি পিচসহ বিভিন্ন পণ্য-সামগ্রী জব্দ করা হয়।
সোমবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি’র গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার রাজীব আল মাসুদ। মির্জাপুরে প্রচণ্ড গরমে বাড়ছে ডায়রিয়া, হাসপাতালে উপচে পড়া ভিড়মির্জাপুরে প্রচণ্ড গরমে বাড়ছে ডায়রিয়া, হাসপাতালে উপচে পড়া ভিড়
তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মো. বাপ্পি হাসান ও মো. আরিফুল ও হারিসুল স্বীকার করে যে, তারা ফেসবুকে পেইজ খুলে ভালো মানের পণ্যের আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে দেশব্যাপী বিভিন্ন গ্রাহকের চাহিদা মোতাবেক অর্ডার নিয়ে নিম্নমানের ব্যবহারের অযোগ্য ও নষ্ট মালামাল সরবরাহ করে। তাদের কাছে থাকা কালো রংয়ের একটি ল্যাপটপের মাধ্যমে তারা ২১টি ওয়েব পেইজের মাধ্যমে ভালো মানের শাড়ি, লেহেঙ্গা, থ্রি পিচ ও বিভিন্ন মূল্যবান পণ্য-সামগ্রীর অর্ডার নিয়ে তার অন্যান্য আসামিদের সহযোগিতায় ব্যবহারের অযোগ্য ও অতি নিম্ন মানের পুরাতন ছেড়া শাড়ি, লেহেঙ্গা, থ্রি পিচসহ বিভিন্ন পণ্য-সামগ্রী এমএ পরিবহন এ্যালিফ্যান্ট রোড শাখার কন্ডিশনের মাধ্যমে বুকিং করে অনলাইনে প্রতারণায় টাকা আত্মসাৎ করে আসছে।’
আওয়ামী লীগ নেতার ছেলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিআওয়ামী লীগ নেতার ছেলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি
সংবাদ সম্মেলনে রাজীব আল মাসুদ আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানায়, তাদের সহযোগী পলাতক আসামি শাহাজালাল ওরফে জালাল, মাজহারুল মন্ডল, শরীফুল শেখদের সাথে পরস্পর পরস্পরের যোগসাজশে অনলাইনে ফেসবুকে পেইজ খুলে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের টাকা আত্মসাৎ করে আসছিলো। তারা একটি পেইজ কিছুদিন ব্যবহার করার পর গ্রাহকগণ প্রতারিত হওয়ার ফলে বিভিন্ন বাজে কমেন্ট করায় তারা পরবর্তীতে নতুন পেইজ খুলে একইভাবে প্রতারণা করে। তারা আরও জানায় যে, এস এ পরিবহনের বুকিং ম্যান ও লেবারদের মাধ্যমে প্রতিটি বুকিংয়ে অতিরিক্ত টাকার বিনিময়ে নিয়ম বহির্ভূতভাবে বুকিং করতো।’ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।