সংবাদ: রাজধানীর নিউমার্কেট এলাকায় আবারও ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে নিউমার্কেট এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
ঢাকা কলেজের মূল ফটকের ভেতরে থাকা ছাত্রদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন ব্যবসায়ীরা। এতে পুনরায় ধাওয়া পাল্টাধাওয়ার শুরু হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। এর আগে সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে ভোর রাত পর্যন্ত ঢাকা কলেজ
শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে নিউমার্কেট এলাকা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে নিউমার্কেটের সকল দোকানপাট
বন্ধ ও সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে মধ্য রাতের সংঘর্ষের পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ার শেল ছুঁড়ে পুলিশ। সংঘর্ষে ঢাকা কলেজের একাধিক শিক্ষার্থী, ব্যবসায়ী ও পুলিশ আহত হয়েছেন বলে বিভিন্নসূত্রের দাবি।
আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। অন্যদিকে ঢাকা কলেজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয়, অনিবার্য কারণে ১৯ এপ্রিল, মঙ্গলবার ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সকল ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। সকল শিক্ষককে সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।