নিউমার্কেট এলাকার ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের জের ধরে আবাসিক হল বন্ধ
করে শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেওয়া হলেও সেটি প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর
হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিতুমীর কলেজ ছাত্রলীগ। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির
ডাক দিয়েছে কলেজ শাখা ছাত্রলীগ। প্রয়োজন হলে ৫৮ হাজার শিক্ষার্থী নিয়ে ঢাকা কলেজ অভিমুখে যাত্রা করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এই ঘোষণা দেন তিতুমীর কলেজ ছাত্রলীগের
সভাপতি মো. রিপন মিয়া। ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, আজ ইফতারের পর ৫৮ হাজার শিক্ষার্থীর ক্যাম্পাস সরকারি তিতুমীর কলেজ ঐতিহ্যবাহী ঢাকা কলেজের শিক্ষার্তীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে। প্রয়োজন হলে শিক্ষার্থীদের নিয়ে ঢাকা কলেজ অভিমুখে যাত্রা করা হবে। ঢাকা কলেজের পাশে সব সময় থাকবে সরকারি তিতুমীর কলেজ।