নিউজ ডেষ্ক- রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাম্প্রতিক সংঘর্ষে কুরিয়ার সার্ভিসকর্মী নাহিদ হোসেন নিহত হন।
ওই ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে প্রথমে নাহিদকে রড দিয়ে আঘাত করে রাস্তায় ফেলে দেন দুই যুবক। পরে তাকে নৃশংসভাবে হত্যা করেন আরেক যুবক।
নাহিদের মৃত্যুর পর গত বুধবার রাতে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তার চাচা মো. সাইদ। তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। জানা গেছে,
তারা নাহিদকে রামদা দিয়ে কোপানো ওই যুবকের পরিচয় শনাক্ত করেছে। গণমাধ্যমের অনুসন্ধানেও ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।তার নাম ইমন, ঢাকা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী।
থাকেন ইন্টারন্যাশনাল হলের ১০১ নম্বর রুমে। বাড়ি খুলনার পাইকগাছায়। ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সদস্য ছিলেন বলে জানা যাচ্ছে। এছাড়া সংঘর্ষের সময় প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে
ঘুরে বেড়ানো যুবকদের পরিচয়ও শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে নাহিদকে প্রথম আঘাত করা কাইয়ুমও রয়েছে বলে জানা যায়। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি ।
গত সোম ও মঙ্গলবারের ওই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৪টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে নাহিদ ও মুরসালিনের মৃত্যুতে পৃথক দু’টি হত্যা মামলা রয়েছে, যার তদন্তভার পুলিশের গোয়েন্দা শাখা, ডিবির দায়িত্বে রয়েছে। সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, ইটপাটকেল ছুঁড়ে জখম ও ভাঙচুরের অপর এক মামলায় বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।