বিনোদন: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের দ্বন্দ্ব এখনও চলছে।
আদালতের রায়ে চূড়ান্ত হবে কে বসবেন এই পদে। তবে আদালয়ের রায় না পেয়েও নিপুণ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব নিয়ে কথা বলেছেন জায়েদ খান। আলাপচারিতার এক পর্যায়ে
সঞ্চালক জায়েদ খানের কাছে জানতে চান, যদি তাকে বলা হয় নিপুণকে তিনটি প্রশ্ন করার জন্য তাহলে কোন তিনটি প্রশ্ন করবেন?
জবাবে জায়েদ খান বলেন, প্রথমত- আপনি তো নির্বাচিত হননি, তারপরও যে কাজগুলো করছেন আপনার কী আত্মসম্মানে লাগছে না? দ্বিতীয়ত-
শিল্পী হিসেবে সমস্ত মানুষকে হাসাচ্ছেন, নিয়ম বহির্ভূতভাবে নির্বাচিত হয়েছেন, আবার সেখানে গিয়ে বসছেন। শিল্পীদের তো বিবেক অনেক বড়, সেই জায়গা থেকে কী আপনার খারাপ লাগে না?
আপনার মনে হয় না, আমি এই কাজটি কেন করছি? কেন জোর করে যাচ্ছি? তৃতীয়ত- প্রচুর মিথ্যা তথ্য আর মিথ্যা কথা বলেন, শিল্পীদের নিচে নামিয়ে আপনি কোন বড় জায়গায় গিয়ে বসছেন?