র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশ ভারতের সহযোগিতা চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আজ নিজ দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ভারত বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে উত্থাপন করবে। যুক্তরাষ্ট্রে ৪৫ লাখ ভারতীয় বসবাস করে। তারা খুবই শক্তিশালী।
তারাও সরকারকে বলেছে। এটি হয়েছে শুধু ভারত আমাদের বন্ধু রাষ্ট্র বলে। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, যে কোনও উন্নতি না হলে র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। তারা যে বিষয়টি বলছে সেটি হচ্ছে দায়বদ্ধতা। এই দায়বদ্ধতা ম্যাকানিজম র্যাবের অভ্যন্তরে রয়েছে।।
আরও পড়ুন= রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুইটি মামলা করেছে।
বি’স্ফোরক আইনে ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ ১২০০ জনকে আসামি করা হয়।
এছাড়া মামলায় আসামি করা হয়েছে প্রবাসী ও মৃত ব্যক্তিকে। মঙ্গলবার (২৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী কায়সার কামাল এ তথ্য জানান। এদিন এ মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি মো. মোস্তফা জামান ও বিচারপতি মো. সেলিম এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন