অপরাধ: সাতক্ষীরার তালায় কলেজছাত্রকে অপহরণ করে মারধর ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
অভিযোগে জানা যায়, ছাত্রলীগের একটি টর্চার সেলে টানা ৫ ঘণ্টা আটকে রেখে চলে নির্যাতন। ওই ছাত্রের মাথা ন্যাড়ার পর বিবস্ত্র ভিডিও ধারণা করা হয়।
রোববার দুপুর দেড়টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে এ নির্যাতন। এ ঘটনায় থানায় মামলা দিয়ে নিরাপত্তাহীনায় রয়েছে বলে জানায় ওই কলেজছাত্রের পরিবার।
নির্যাতনের শিকার কলেজছাত্র শোয়েব আজিজ তন্ময় (২০) তালা সদরের জাতপুর গ্রামের শেখ আজিজুর রহমানের ছেলে। তিনি চলতি বছর জাতপুর টেকনিক্যাল
কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য খুলনায় কোচিং করছেন তন্ময়। এ ঘটনায় অভিযুক্তরা হলেন তালার
মাঝিয়াড়া গ্রামের বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকিব (২৫), হরিশচন্দ্রকাটি গ্রামের বাসিন্দা ও উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সৌমিত্র চক্রবর্তী (৩২), তালা গার্লস স্কুলের পেছনের বাসিন্দা ছাত্রলীগ কর্মী জে.আর সুমন (২৫), তালার মহান্দি গ্রামের ছাত্রলীগ কর্মী জয় (২৪) এবং তালা সদরের বাসিন্দা ও ছাত্রলীগ কর্মী নাহিদ হাসান উৎস (২৪)।