রাজনীতি:ছু’রিকা’ঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের খোঁজ-খবর নিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২ ৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতাল এই নেতাকে দেখতে যান তিনি। বিএনপির চেয়ারপারসনের
মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, মির্জা ফখরুল এ সময় চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছে থেকে রোগীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি কাজী মনির হোসেন। শায়রুল কবির খান জানান, গত ২২ এপ্রিল রাতে নয়া পল্টন এলাকায়
দু’ষ্কৃতকারীদের ছুরিকা’ঘাতে আহত হলে প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৭ এপ্রিল এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন= রাজধানীর বারিধারায় প্রয়াত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
শুক্রবার (২৯ এপ্রিল) সকালে ক্রিকেটার রুবেলের বাসায় গিয়ে তার স্ত্রী, সন্তান, মা ও ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন ডিএনসিসি মেয়র। এসময় তিনি রুবেলের শিশুপুত্র রুশদানের সঙ্গে গল্প করে কিছু সময় কাটান এবং তাকে কিছু উপহার সামগ্রী প্রদান করেন। এছাড়া রুবেলের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে তার কবর সংরক্ষণের বিষয়ে আশ্বাস দেন ডিএনসিসি মেয়র।
সাক্ষাত শেষে ডিএনসিসি মেয়র উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি বলেন, রুবেলের ছেলে রুশদান তার বাবার শূন্যস্থান পূরণ করে এই জাতির জন্য অবদান রাখবে বলে আমি আশা করি। এই পরিবারের একজন সদস্যের মতো অভিভাবক হিসেবে সবসময় তাদের পাশে থাকবো। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এই পরিবারের যেকোনো প্রয়োজনে সহযোগিতা করবে।