চলিত বছরের প্রথম ঘূর্ণিঝড় ‘আসানি’ আগামী ১২ মে নাগাদ আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই ঝড় ভারতের পশ্চিমবঙ্গ,
উড়িষা ও বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে। ঘূর্ণিঝড়টির নাম রেখেছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। আজ রোববার আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান,
আগামী ৬-৭ মে’র মধ্যে ভারত মহাসাগরের দক্ষিণ আন্দামানে একটি লঘুচাপ তৈরি হতে পারে। সেটি সুনির্দিষ্ট লঘুচাপের পর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি বাংলাদেশের উপকূলে পৌঁছাতে ১০-১২ মে হয়ে যাবে।
লঘুচাপটি বেশ শক্তি অর্জন করে নিম্নচাপে পরিণত হতে পারে জানিয়ে তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে আড়াই থেকে তিন হাজার কিলোমিটার দূরে এটির উৎপত্তিস্থল। এখনই সম্ভাব্য এই ঝড় নিয়ে খুব বেশি পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, প্রতি বছরের ঘূর্ণিঝড়-প্রবণ সময় হিসেবে এপ্রিল ও মে মাসকে বিবেচনা করা হয়ে থাকে। এ বছর এপ্রিল শেষ হলেও কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হয়নি। তবে মে মাসের শুরুতে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে।
এর আগে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা পূর্ব ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এটি আরো শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অতিক্রম করতে পারে আগামী ২১ মার্চ।