সংবাদ: কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার ভোর ৪টার দিকে তিনি মারা যান। মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ছয় ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
তার ছেলে শফিকুল আহসান খোকন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাধর্ক্যজনিত কারণে নানা সমস্যায় ভুগছিলেন তিনি। রবিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে পেটে ব্যথা শুরু হলে তাকে
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিতে বলেন। ঢাকায় নেওয়ার পথে গাজীপুরে তার মৃ’ত্যু হয়।
তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ঘনিষ্ঠ সহচর ছিলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার আগে তিনি ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। এর আগে তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। এছাড়াও তিনি মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি কিশোরগঞ্জ পৌরসভার নিউটাউন এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি জেলার মিঠামইন উপজেলার মহিষারকান্দি গ্রামে।