সড়ক দু’র্ঘটনায় আহত হয়েছেন আলোচিত বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। জানা গেছে, এই বাঙালি অভিনেত্রী গতকাল সোমবার মহাকাল দর্শন করতে যাচ্ছিলেন।
পথিমধ্যে গাড়ির ব্রেক নষ্ট হয়ে যায়, পায়ে চোট পেয়েছেন তিনি। দু’র্ঘটনার এ খবর এক ইনস্টাগ্রাম পোস্টে নিজেই জানিয়েছেন তনুশ্রী। তিনি পরপর কয়েকটি
ছবি পোস্ট করে লিখেছেন, ‘ঘটনাবহুল দিন ছিল আজ (সোমবার)! শেষ মেশ মহাকাল দর্শন করতে পেরেছি। পথে গাড়ির ব্রেক ফেল করে যায়। কয়েকটি সেলাই পড়েছে। জয় শ্রী মহাকাল!’
উল্লেখ্য, গত মাসে ফ্যাশন ইভেন্ট থেকে ফেরার সময়ে দুর্ঘটনার মুখোমুখি হন মালাইকা আরোরা। মুম্বাই-পুণে হাইওয়ের ৩৮ কিমি পয়েন্টে খোপোলির কাছে তাঁর গাড়ির সঙ্গে আরও দু’টি গাড়ির সংঘ’র্ষ হয়। সূত্র : আনন্দবাজার পত্রিকা।