রাজনীতি: দেশে ফিরে এসেছেন সংসদ সদস্য হাজী সেলিম। বৃহস্পতিবার (৫ মে) দুপুর ১২টা ১৫ মিনিটে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান
সরকারি দলের সংসদ সদস্য হাজী সেলিম। এর আগে গত শনিবার (৩০ এপ্রিল) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ব্যাংককে যান ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হাজী সেলিম।
হাজী সেলিমের দেশ ত্যাগের পর থেকেই শুরু হয় আলোচনা সমালোচনা। দণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়া যেখানে সাবেক প্রধানমন্ত্রী হয়ে বিদেশে চিকিৎসা নিতে যেতে পারছিলেন না সেখানে হাজী সেলিম কিভাবে দেশ ত্যাগ করলেন সে নিয়ে প্রশ্ন করেছিলেন অনেকে।
তবে সকল জল্পনা কল্পনা শেষে দেশে ফিরে এসেছেন সংসদ সদস্য হাজী সেলিম। তবে একটি প্রশ্ন থেকেই যায়, দেশ ত্যাগ করেও কেন ফিরে আসলেন হাজী সেলিম। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন হাজী সেলিম একজন সংসদ সদস্য,
আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি উচ্চ আদালতের নির্দেশেই চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন। আবার দেশে ফিরে এসেছেন। তবে রাজনৈতিকভাবে চাপে পড়ার শঙ্কায় হাজী সেলিম দেশে ফিরে এসেছেন বলে দাবি করেছেন অনেকে।
হাজী সেলিমের পারিবারিক সূত্রে অনেকে জানিয়েছেন, তার অনেক ব্যবসা-বাণিজ্য রয়েছে সেগুলোর কথা চিন্তা করেই তিনি দেশে ফিরে এসেছেন। প্রসঙ্গত, গত শনিবার (৩০ এপ্রিল) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ব্যাংককে যান ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হাজী সেলিম। এ সময় সঙ্গে ছিলেন তার প্রটোকল অফিসার সোহেল, চিকিৎসা সহযোগী মোহাম্মদ আলী এবং ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন বেলাল। তারা সবাই একটি গাড়িতে বিমানবন্দরে যান। উচ্চ আদালতে সাজা হওয়ার পর আওয়ামী লীগের এই সংসদ সদস্যের দেশ ছেড়ে যাওয়ার পর সমালোচনার ঝড় ওঠে। তার দেশে ফিরে আসা নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করেন।