মামলা: ফেনী শহর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলুকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। বুধবার রাতে ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়াটার এলাকা থেকে র্যাব ও
পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খোন্দকার বলেন,
বুধবার রাত ১২টার দিকে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার বাসা থেকে যুবদল নেতা জাহিদ হোসেন বাবলুকে সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানাজানি হলে মধ্যরাতে পুলিশ তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। নাসির উদ্দিন খোন্দকার আরো বলেন, জাহিদ হোসেন বাবলুর বিরুদ্ধে প্রায় ২৬টি মামলা রয়েছে।
সব মামলায় তিনি জামিনে ছিলেন। আন্দোলন দমনের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, যুবদল নেতা বাবলুর বিরুদ্ধে বিপুল সংখ্যক মামলা রয়েছে। এর মধ্যে একাধিক মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।