রাজনীতি: ত্রি বার্ষিক সম্মেলনের প্রায় ৩০ মাস পর বন্দর উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ৭ মে (শনিবার) ৭১ সদস্যের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
এদিকে কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার পূর্বেই ঈদের শুভেচ্ছা বিনিময় পোস্টার ছাপানো হয়েছে। সেখানে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ বাদলের ছবি থাকরেও সভাপতি আব্দুল হাইয়ের ছবি নেই।
কমিটি সভাপতি এম এ রশিদ, সহ-সভাপতি ৯ জন, সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান। যুগ্ম সাধারণ সম্পাদক ৩জন, সাংগঠনিক সম্পাদক ৩ জনসহ ৭১ জন কমিটিতে রয়েছেন।
২০১৯ সালের ২৬ নভেম্বর বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকের নাম উল্লেখ পূর্বক কমিটি ঘোষণা করেন। ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার কথা থাকলেও তা প্রায় ৩০ মাস পর ঘোষণা করা হয়েছে।
বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমএ রশীদ বলেন, করোনা ভয়াবহ রুপ ধারণ করায় আমরা তখন কমিটি রেখে ইউনিয়ন কমিটিগুলো কাউন্সিল রেখে জনগনের পাশে দাঁড়ালাম জনগনকে সেবা করার জন্য। এ কারণেই কমিটি গঠনে বিলম্ব হয়েছে।
কমিটির পরিচিতি সভায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মাঈনউদ্দিন আহাম্মেদ, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আব্দুল হাই,
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জুয়েল ভূইয়া, শ্রম বিষয়ক সম্পাদক মোক্তার হোসেন, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রবিউল আউয়াল রবি মিয়াজী, তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোমান হোসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, বন্দর উপজেলা আওয়ামীলগের কার্যকরি কমিটির সদস্য আমিরুজ্জামান, সালিমা হোসেন শান্তা, জুলহাসসহ পুর্নাঙ্গ কমিটির ৭১ জন সদস্য মধ্যে ৬৮ জন সদস্য উপস্থিত ছিলেন।