নিউজ ডেষ্ক- গত শনিবার (৩০ এপ্রিল) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ব্যাংককে যান ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হাজী সেলিম।
পরবর্তীতে গত বৃহস্পতিবার (৫ মে) দুপুর ১২টা ১৫ মিনিটে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সরকারি দলের সংসদ সদস্য হাজী সেলিম।
এদিকে হাজী সেলিমের দেশ ত্যাগের পর থেকে সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। সবার পাশাপাশি হাজী সেলিমের এই বিদেশযাত্রা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন ড. আসিফ নজরুল।
যা সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে যায়। পাঠকদের জন্য আসিফ নজরুলের সেই ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:
হাজী সেলিম টাইপ সরকার। যারা ভাবেন কারাদন্ড মাথায় নিয়ে হাজী সেলিম চুপিসারে ব্যাংকক গেছেন তারা ভুল ভাবছেন। আমার ধারনা তিনি গেছেন সরকারের উচ্চ পর্যায়ের সাথে যোগসাজসে। এরপর তিনি ফিরে আসবেন, আদালতে আত্নসমর্পন করবেন, জামিন হয়তো পাবেন না,
কিন্তু ব্যাংকক আর ঢাকার ডাক্তারদের সার্টিফিকেট দেখিয়ে জেলে না গিয়ে সরাসরি ফাইভ ষ্টার হাসপাতালে যাবেন। সেখানে রাজার হালে থাকবেন, অবাধে ফোন ব্যবহার করবেন, এরে-তারে হুমকি দিবেন, হাসপাতাল হয়ে উঠবে তার অঘোষিত অফিস। এমনও হতে পারে, খালেদা জিয়ার সমতুল্য করার জন্য (মানে খালেদা জিয়াকে আরো অপমান করার জন্য) তার বাড়ীতেই তাকে অন্তরীণ রাখার ব্যবস্থা হতে পারে। হাজী সেলিমরা সরকারের কাছে গুরুত্বপূর্ন। কারণ এই সরকারের শ্রেনী চরিত্রই হচ্ছে হাজী সেলিম। সরকারটাই হচ্ছে হাজী সেলিম টাইপের।