রাজনীতি: প্রয়াত রাষ্ট্রপতি, জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের স্থলাভিষিক্ত হলেন তারই সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী।
রোববার সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বারিধারায় এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) চেয়ারম্যান করা হয় বিদিশাকে। জোটের মুখপাত্র শেখ মুস্তাফিজুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জোটের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত মিলাদ অনুষ্ঠানে জোটের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে চেয়ারম্যান হিসেবে বিদিশার নাম প্রস্তাব করা হয়েছিল।
পরে জোটের সভায় চেয়ারম্যান হিসেবে বিদিশাকে মনোনীত করা হয়। হুসেইন মুহম্মদ এরশাদের উদ্যোগে গঠিত হয় সম্মিলিত জাতীয় জোট। তিনি এ জোটের চেয়ারম্যান ছিলেন। এরশাদের মৃত্যুর পর পদটি শূন্য হয়।
আরও পড়ুন= প্রধানমন্ত্রীর উপদেষ্টার অসন্তোষ প্রকাশঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সোমবার (৯ মে) বিকাল সাড়ে ৩টার দিকে শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ অন্তোষের কথা জানান তিনি। সালমান এফ রহমান বলেন, ‘শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। এমন খবর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এই বিমানবন্দর পরিদর্শনে পাঠিয়েছেন। আমার যেটা দেখেছি, দুই- তিনটা জায়গায় হয়রানি হয়।’