টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন ও মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সঙ্গে যোগাযোগ করতে পারেননি পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
গতকাল বিকালে মানবজমিনের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, বন্যা পরিস্থিতি ভালো না। নিজে কোভিড আক্রান্ত হওয়ায় এলাকায় যেতে পারছি না। টেলিফোন ও মোবাইলে স্থানীয় জনপ্রতিনিধি
ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু তাকে ফোনে পাননি। মন্ত্রী বলেন, ডিসি অফিসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। ডিসিকে ফোনে পাওয়া যাচ্ছে না।
তবে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার দুই ইউএনও’র সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। তারা জানাচ্ছেন, মানুষের কাছে চাল থাকলেও খাবারের সংকটে আছেন তারা।
এমএ মান্নান বলেন, বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে কম বেশি সবার ঘরে চাল থাকে। কিন্তু চাল থাকলেও তারা রান্না করতে পারছেন না। বাড়িঘর পানিতে ডুবে যাওয়ায় আগুন জ্বালানোর উপায় নেই।
গ্যাসের সিলিন্ডারেরও সংকট দেখা দিয়েছে। খাবার পানিরও সংকট আছে। বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে না। অবস্থা খারাপের দিকে যেতে পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, মানুষের ঘরে বিদ্যুৎ নাই। যাতায়াত ব্যবস্থাও বিচ্ছিন্ন। তবে কোনো প্রকার হতাহতের খবর নেই বলে জানান মন্ত্রী। তিনি বলেন, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসাসহ সম্ভাব্য সকল স্থানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সরকারের তরফ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার পৌঁছানোর। সুনামগঞ্জের সন্তান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী বলেন, মোবাইল নেটওয়ার্ক না থাকায় তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তার শহরের বাড়ির নিচতলা পানিতে ডুবে গেছে। বাড়ির আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান, এতিমখানাগুলোও পানিতে ডুবে গেছে।
জেলা প্রশাসনের সঙ্গে তিনিও যোগাযোগের চেষ্টা করছেন। জেলা প্রশাসককে ফোনে না পেয়ে তিনি একজন অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন। জেলা প্রশাসক দুর্গত এলাকায় নৌকায় করে ত্রাণ বিতরণ করছেন। এদিকে ভারতের মেঘালয়ে প্রবল বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। গতকাল সন্ধ্যায় কন্ট্রোল রুমে মানবজমিনের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হয়। এ সময় কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর এবং দায়িত্ব পালনরত কর্মকর্তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।