সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিওটিতে দেখা যায়,
বন্যাকবলিত মানুষের জন্য গরম গরম খাবার নিয়ে এক দল স্বেচ্ছাসেবী যাচ্ছিলেন। প্রধানমন্ত্রী আসার জন্য সেই খাবার নিয়ে তারা যাইতে পারছে না।
রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ছেলেটি কান্নাকাটি করে বলছে, যে দেশে প্রধানমন্ত্রী আসলে রাস্তা বন্ধ করে দেয়া হয়,সাধারণ মানুষকে এভাবে হস্তক্ষেপ করা হয় সে দেশে আমার বাস করি।
আমাদেরকে যাইতে দেওয়া হচ্ছে না। আমারা কত কষ্ট করে টাকা তুলছি মানুষের কাছে থেকে। এক পিকআপ খাবার নিয়ে আমার ফেরত যাচ্ছি, আমার কার জন্য এতো কষ্ট করছি?
কোন দেশে আমার বসবাস করি? ১ জন মানুষ সিলেটে আসছে তাই কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ৩ দিন আমাদের ঘুম নাই, আমার নোয়াখালী থেকে আসছি।
যে দেশে প্রধানমন্ত্রী আসলে মানুষের সহযোগীতার হাত বন্ধ করে দেওয়া হয়। মানুষের কাছে হাত পেতে টাকা যোগাড় করে রান্না করা খাবার আজ নষ্ট হয়ে যাচ্ছে, ১ টা মানুষের জন্য খাবার গুলা ফেরত পাঠিয়ে দিচ্ছে। সেচ্ছাসেবী দল আরোও বলেন ৫০০ পরিবারের খাবার নষ্ট হয়ে যাচ্ছে।