ওলী-আউলিয়ার পবিত্র ভূমি সিলেটের আজ ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে। লাগাতার বন্যায় পুরো সিলেট শহর এখন পানির নিচে অবস্থান করছে।
ছেলেদের প্রায় ৫ লক্ষ মানুষ আজ পানিবন্দী। নিম্ম শ্রেনীর মানুষ গুলো নিজেদের সব কিছু হারিয়ে এখন রাস্তায় নেমে দাড়িয়েছে। এ দিকে সিলেট এর
এমন অবস্থা দেখে সিলেট নিয়ে আবারো একটি স্ট্যাটাস দিয়েছেন দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব আসিফ নজরুল।পাঠকদের উদ্দেশ্যে তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো হুবহু:
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে কোটি কোটি টাকা ব্যয় না করে তা বন্যা দুর্গত এলাকার মানুষের জীবন ও জীবিকা বাচাতে খরচ করা যায়না?
অথবা এই ভয়াবহ মানবিক বিপর্যয়কালে সেতু উদ্বোধনের আনন্দ-উৎসবের আনুষ্ঠানিকতা কিছুদিনের জন্য পিছিয়ে দেয়া যায় না? নিতান্ত মানবিকবোধ থেকে মনে হচ্ছে এসব সরকারের ভেবে দেখা উচিত।
উল্লেখ্য, গেল বেশ কিছু দিন ধরেই টানা বর্ষন আর পানির কারনে সিলেট এর বন্যা পরিস্থিতি এখন সব থেকে বেশি খারাপের দিকে চলে গেছে। আর থেকে উত্তোরনের জন্য ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে সরকার।